Survey কি এবং সার্ভে থেকে কিভাবে ইনকাম করা যায় |
বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় একটি ফ্রীলান্সিং সেক্টর হলো Survey ৷ বর্তমানে বাংলাদেশের প্রায় 60 হাজারের বেশি ফ্রিল্যান্সার সার্ভে সেক্টর কর্মরত রয়েছে ৷ অন্যান্য ফ্রিল্যান্সিং কাজের চেয়ে সার্ভে কাজ তুলনামূলক সহজ হওয়ার কারণে অল্প সময়ে অনেক পরিমান ইনকাম করা যায় ৷ আমরা জানি, যে অনলাইন থেকে অসংখ্য উপায়ে ইনকাম করা যায় ৷ Survey মূলত ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় সেক্টর ৷ এখান থেকে অল্প কাজের মাধ্যমে বা অন্যভাবে বলতে গেলে ছোট ছোট কাজ করে আপনি অনেক বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন ৷ বর্তমানে সার্ভে করে বাংলাদেশের অনেক ব্যক্তি জীবন নির্বাহ করছে ৷ ইউটিউবিং করে সফল ক্যারিয়ার ঘরে অনেক জন আপনি চাইলে সার্ভে করে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন ৷ কোন প্রকার সমস্যা ছাড়া স্টুডেন্ট থেকে শুরু করে বেকার বা যারা এখন ইনকাম এ আসতে পারিনি তাদের জন্য সঠিক একটি রাস্তা ৷
আজ আমরা আলোচনা করব সার্ভে কি এবং সার্ভে থেকে কিভাবে ইনকাম করা যায় ৷ এবং সার্ভে সম্পর্কিত সমস্ত তথ্য দিব ইনশাল্লাহ ৷ তাছাড়া আরো আলোচনা করব প্রয়োজনীয় এবং কি কি করতে লাগে ৷
Table of Contents
সার্ভের কি (what is survey in bangla meaning)
সার্ভে বলতে বুঝায় কোন বিষয়ে জরিপ করা ৷ অন্যভাবে বলতে, গেলে সমীক্ষা ও বলা যেতে পারে ৷ জরিপের মাধ্যমে বড় বড় কোম্পানিগুলো তাদের পণ্য জনপ্রিয়তা বিশ্লেষণ করে ৷ সার্ভে নির্দিষ্ট কোন ওয়েবসাইট নয় ৷ অনেক ধরনের ওয়েবসাইটের মাধ্যমে করা হয়ে থাকে ৷ এর মাধ্যমে একটি বিষয়ের উপর জরিপ করা হয়ে থাকে ৷
মনে করুন, আপনার একটি নতুন প্রোডাক্ট বাজারে এসেছে ৷আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টের মানুষের কেমন লাগছে, তারপর মানুষের প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন ৷ তাহলে আপনি অনেক সার্ভে সাইটে আপনার প্রোডাক্টের উপর একটি জরিপ চালাবেন ৷ এবং দেখতে চাচ্ছেন, কোন পেশার রকম ধরনের ব্যক্তিরা এই জরিপে সঠিক উত্তর দিচ্ছেন ৷ সেম, একই হবে বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের জন্য একইভাবে জরিপ করে থাকে ৷ যার মাধ্যমে ক্রেতাদের যারা আপনার প্রোডাক্ট পছন্দ করে তারা কেমন রিভিউ দিচ্ছে ৷
Survey করতে কি কি লাগে ?
সার্ভে করতে কয়েকটি গুরুত্বপূর্ণ টুলস এবং জিনিস প্রয়োজন হয় ৷ যা সব ধরনের সাইটের জন্য প্রযোজ্য ৷
আমি নিচে উল্লেখ করতেছি যে জিনিসগুলো আপনাকে অবশ্যই লাগবে :
1. ভালো মানের মোবাইল ফোন অথবা একটি পিসি
2. দ্রুত মানের ইন্টারনেট
3. রেসিডেন্সিয়াল আইপি বা ডেডিকেটেড ভি পি এস
4. ইউ এস এ এর ভেরিফাইড ব্যাংক একাউন্ট এবং পেপাল একাউন্ট
5. ইউ এস এ এর একটি স্থানীয় নাম্বার
6. অনলাইন সম্পর্কে দক্ষতা
7. সামান্য ইংরেজি সম্পর্কে লেখা এবং বলার দক্ষতা
Related Posts
বিস্তারিত ভাবে বলতে গেলে
1. ভালো মানের মোবাইল ফোন অথবা একটি পিসি: একটি ভাল মানের মোবাইল ফোন কিংবা কম্পিউটার ল্যাপটপ যাই বলেন ৷ তা থেকে সহজেই সার্ভে করে ইনকাম করতে পারবেন ৷
2. দ্রুত মানের ইন্টারনেট: ভালো মানের ইন্টারনেট ৷ এটি অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের জন্য আবশ্যিক একটি সরঞ্জাম ৷ আপনারা চাইলে মোবাইলের নেটওয়ার্ক অর্থাৎ সব সিম দিয়েই করতে পারবেন ৷ আর আপনার জন্য আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে আপনার আরো বেশি সুবিধা হবে ৷
3. রেসিডেন্সিয়াল আইপি বা ডেডিকেটেড ভিপিএস: সার্ভে কাজ করতে সবথেকে প্রয়োজনীয় জিনিস হল ভালো মানের প্রক্সি বা আমরা যাকে আইপি বলে থাকি ৷ এই আইপি বিভিন্ন সাইট থেকে ক্রয় করতে পারবেন৷ তাছাড়া ফেসবুকে অনেক প্রতিষ্ঠান আইপি সেল করে থাকেন ৷ আর ভিপিএস হল ভার্চুয়াল প্রাইভেট সিস্টেম যা আপনার কম্পিউটারের মাধ্যমে ইউ এস এ এর একটি কম্পিউটার কাজ করবে ৷ যার আইপি হবে ইউএসএ'র মত ৷
4. ইউ এস এ এর ভেরিফাইড ব্যাংক একাউন্ট এবং পেপাল একাউন্ট: আপনার ইনকাম করা সমস্ত টাকা ক্যাশ আউট করার জন্য ইউ এস এ এর একটি ব্যাংক একাউন্ট লাগবে ৷ যা আপনি বিভিন্ন ভিডিওর মাধ্যমে নিজে নিজেই তৈরি করতে পারবেন ৷ তবে আপনাকে SSN প্রয়োজন হবে ৷ আপনারা চাইলে অনেক জনের কাছ থেকে কিনে নিতে পারবেন ৷ আর যদি ব্যাংক একাউন্টে উইথড্র করতে না চান তাহলে অবশ্যই একটি ভেরিফাইড পেপাল একাউন্ট লাগবে ৷
5. ইউ এস এ এর একটি স্থানীয় নাম্বার: সার্ভে একাউন্ট ভেরিফাই করার জন্য ইউ এস এর একটি স্থানীয় নাম্বার লাগে ৷ ইনকাম করা ডলারকে উইথড্র করার সময় ভেরিফাইড করার জন্য প্রয়োজন হবে ৷ কিন্তু অনেক সাইট রয়েছে যেখানে ইউ এস এর কোন নাম্বার ভেরিফাই করতে লাগে না ৷
6. অনলাইন সম্পর্কে দক্ষতা: অনলাইন সম্পর্কে দক্ষতা বলতে বুঝানো হয়েছে যে, অনলাইনে সাইটের সম্পর্কে ধারণা রাখা ৷ অন্যভাবে বলতে গেলে একটি ওয়েবসাইটে অপশন বাটন কিভাবে কাজ করছে সে সম্পর্কে দক্ষতা রাখা ৷ এবং কোথায় কি হয় নাই কাজ করা হয় সে সম্পর্কে দক্ষতা রাখা ৷ মনে করুন, আপনাকে পেপাল একাউন্ট খুলতে হবে ৷ এজন্য কি করতে হবে ,কোথা থেকে করতে হবে, কি কি লাগবে তা জানতে হবে ৷
7. সামান্য ইংরেজি সম্পর্কে লেখা এবং বলার দক্ষতা: অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি জানা থাকতে হবে ৷ আপনি যদি সামান্যটুকু ইংরেজি না জানেন তাহলে অনলাইন থেকে ইনকাম করা আপনার জন্য সম্ভব নয় ৷ এজন্য স্বাভাবিক ইংরেজি দক্ষতা থাকা আবশ্যক ৷ আপনি যদি অল্প অল্প ইংরেজি জানেন তাহলেই আপনি সার্ভে থেকে ইনকাম করতে পারবেন ৷ আর বেশি কঠিন ইংরেজির জন্য আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারবেন ৷ যা আপনার কাজকে সহজ করে দিবে ৷
এগুলো জিনিস আপনাকে অবশ্যই প্রয়োজন হবে ৷ ভালো মানের ইনকাম করার জন্য ৷ তাছাড়া বাংলাদেশ সাপোর্টেড অনেক সার্ভে সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন ৷ কিন্তু খুব কম পরিমাণে সার্ভে থাকার আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে সক্ষম হবেন না ৷ আমি নিচে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ৷
Read More
Top 10 Canadian High Paying Survey Sites Top 8 Survey Sites That Pay For Disqualification
মোবাইল দিয়ে Survey করে ইনকাম করা যাবে কি ?
অবশ্যই হ্যাঁ ৷ আমি উপরে আগেই উল্লেখ করেছি যে, আপনি একটি ভাল মানের মোবাইল ফোন থাকলে কোন সমস্যা ছাড়াই ভালো ভালো ইনকাম করতে পারবেন ৷ মজার বিষয় হলো যে মোবাইল দিয়ে সার্ভে থেকে ইনকাম করা আরো সহজ ৷ এজন্য বলছি যে, তাদের অর্থাৎ সাইটগুলোর অ্যাপ ইনস্টল করে সমস্যা ছাড়াই কাজ করতে পারবেন ৷ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মোবাইল দিয়ে সার্ভে করা কঠিন হয় ৷
সার্ভে কারা কারা করতে পারবে ?
ফ্রিল্যান্সিং মূলত সবার জন্য উন্মুক্ত, এরকম সার্ভে সবার জন্য উন্মুক্ত ৷ এখানে নির্দিষ্ট কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান কাজ করতে পারবে তা কিন্তু নয় ৷ এখানে সকল সাধারণ ব্যক্তি কাজ করতে পারবে ৷ কিন্তু সার্ভে থেকে ইনকাম করে সফল ক্যারিয়ার গড়া বেশ কঠিন যদি গুগল এডসেন্স এর সম্পর্কে তুলনা করা যায় ৷ কিন্তু সাময়িকভাবে আপনি বেশ ইনকাম করতে পারবেন ৷ এখানে যারা ফ্রিলান্সিংয়ে নতুন এবং বেকার তাদের জন্য বেস্ট ৷ কারণ আমি কখনোই বলবো না যে ব্লগিং এবং ইউটিউব এর থেকে এটি সেরা কিন্তু এখান থেকে অসাধারণ ইনকাম করা যায় ৷ যা গুগল এডসেন্স এর থেকে বেশি ইনকাম করা যায় আপনি চাইলে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে প্রতিদিন 10 থেকে 50 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ৷ আর আমি রিকমেন্ড করি সার্ভে ছাত্র-ছাত্রী দের জন্য সবথেকে বেস্ট ৷ কারণ তাদের লেখাপড়ার পাশাপাশি কোনো কাজ ছাড়াই ইনকাম করতে পারবে ৷
সার্ভে থেকে কিভাবে পেমেন্ট পাব ?
সার্ভে থেকে ইনকাম করার আগে আপনাকে অবশ্যই পেমেন্ট সম্পর্কে জানতে হবে ৷ কারণ আপনি ইনকাম করে যদি টাকা হাতে আনতে না পারেন তাহলে সব কাজ বৃথা হয়ে যাবে ৷ সবগুলো সাইট এক রকম পেমেন্ট অপশন থাকেনা ৷ সার্ভে থেকে ইনকাম করার পর প্রধানত তিনটি মাধ্যমে উইথড্র করে থাকে ৷ সেগুলো হলো
1. ব্যাংক একাউন্টে
2. পেপালের মাধ্যমে
3. গিফট কার্ড এর মাধ্যমে
সব সাইটে এই তিনটি অপশন কমবেশি থাকে ৷ আপনি যে কোন একটি অপশন চয়েজ করতে পারবেন ৷ তাছাড়া অনেক সাইট বিটকয়েনের উইথড্র দেয় এবং মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে ৷
সার্ভে থেকে কিভাবে ইনকাম করা যায় ?
সার্ভে বলতে জরিপ যা পূর্বে উল্লেখ করা হয়েছে ৷ সার্ভে করার জন্য প্রত্যেক কোম্পানি প্রত্যেকটি জরিপের জন্য সাইটকে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় ৷ সেখান থেকে আবার সাইট গুলো নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে থাকে ৷ সব সার্ভেতে পূর্বেই উল্লেখ করা থাকে যে সার্ভে টি কত ডলারের এবং কত সময় লাগবে সার্ভে টি শেষ করতে ৷ এটি মাধ্যমে আপনি সার্ভে কাজ করতে সবথেকে সুবিধা পাবেন ৷ কারণ আপনি সার্ভে স্টার্ট করার পূর্বেই জানতে পারবেন সার্ভে টি শেষ করতে কতক্ষণ সময় লাগবে ৷ যা অন্যান্য ফ্রিল্যান্সিং কাজে দেখা যায় না ৷
সার্ভে সাইট গুলোতে হাজার হাজার সার্ভে থাকে ৷ যা আপনি সারাদিনেও শেষ করতে পারবেননা ৷ সার্ভে সাইট গুলোর মধ্যে Survey Junkie, ব্র্যান্ডেড সার্ভে এবং Swagbucks সাইটে সবথেকে বেশি কাজ পাওয়া যায় ৷ এবং সেখান থেকে সবথেকে বেশি ইনকাম করা যায় ৷
সার্ভে করে কত টাকা ইনকাম করা যায়?
আমরা সবাই অনলাইনে কাজ করি মূলত ইনকাম করার জন্য৷ এজন্য আমাদের সবারই আগ্রহের প্রশ্ন থাকে যে, আমি কত টাকা ইনকাম করতে পারব?
এটি একসময় আমারও প্রশ্ন ছিল ৷ কিন্তু সার্ভে সাইটে খুব অল্প সময়ে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন ৷ এটি নির্ভর করে মূলত আপনি কত ঘন্টা সময় দিচ্ছেন কারণ সার্ভে গুলোতে পূর্ব থেকেই সময় নির্ধারণ করা থাকে ৷ আপনি যত বেশি সময় দিতে পারবেন আপনি তত বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন ৷ ধরে নেন আপনি দৈনিক 6 থেকে 8 ঘণ্টা সময় দিবেন এবং ভালভাবে সার্ভে গুলোতে উত্তর দিলেন তাহলে আপনি মোট ইনকাম করবেন ৷ তার পূর্বে একটা জিনিস বলা উচিত প্রত্যেকটা সার্ভে জন্য কমপক্ষে 25 সেন্ট থেকে শুরু করে 10 ডলার পর্যন্ত কাজ থাকে ৷ এবং ধরে নেন ,প্রত্যেকটি সার্ভের জন্য 10 মিনিট পরে লাগছে তাহলে নিচে একটি হিসাব করে ৷ প্রতিটি সার্ভের জন্য দশ মিনিট করে ধরলে আপনি এক ঘন্টায় 6 টি সার্ভে শেষ করতে পারবেন ৷
(6*0.25$)*8 =12 ডলার কিংবা (12*84)=1008 টাকা ৷ আপনি কি ভাবতে পারেন আপনি দৈনিক 8 ঘন্টা কাজ করলে 1000 টাকা ইনকাম করতে পারছেন ৷ যা বাস্তব জীবনে করতে গেলে কমপক্ষে দুই দিন কাজ করতে লাগে ৷
তাহলে আপনি বুঝে নিন, আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন ৷
কিভাবে সার্ভে কাজ শুরু করব?
সার্ভে থেকে ইনকাম করার পূর্বে আপনি উল্লেখিত বিষয়গুলো ভালো করে জেনে নিবেন ৷
এতক্ষণ আমরা আলোচনা করেছি সার্ভে কি, সার্ভে করতে কি কি লাগে এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে ৷ এখন আমরা মূল আলোচনা করবো আপনি কিভাবে সার্ভে শুরু করবেন ৷
সার্ভে থেকে ইনকাম করার জন্য আপনাকে প্রথমেই একটি রেসিডেন্সিয়াল আইপি লাগবে ৷ কারণ সার্ভে সাইট গুলো বাংলাদেশের তাদের কাজের জন্য অ্যালাও করে না ৷ এজন্য আমাদেরকে ইউ এস এ এর আইপি কিনতে হয় ৷ আইপি ছাড়া আপনি সার্ভে সাইটে ইনকাম করতে পারবেন না ৷
আইপি কি এবং কিভাবে কাজ করে?
আমি জানি, আপনারা সবাই ভিপিএন এর নাম অবশ্যই শুনেছেন ৷ এবং সবাই ব্যবহার ও করেছেন ৷ ভিপিএন এর কাজ হল আপনি বাংলাদেশ ইন্টারনেট ব্যবহার করবেন কিন্তু আপনাকে দেখাবে ইউ এস এ কিংবা অন্যান্য দেশে থেকে চালাচ্ছেন ৷
পরীক্ষার জন্য আপনি whoer.net থেকে প্রথমে আপনার আইপি চেক করে আসতে পারেন ৷ পরবর্তীতে ভিপিএন একটিভ করে আবার whoer.net এ যাবেন ৷ দেখবেন এবার আপনার আইপি চেঞ্জ হয়ে গেছে ৷ এই পৃথিবীতে যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের সবার সিম ব্যবহার করে কিংবা ওয়াইফাই ৷ সব সিমের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে ৷ যার মাধ্যমে জানা যায় আপনি কোথা থেকে ইন্টারনেট ব্যবহার করেছেন ৷
আমি প্রথমেই উল্লেখ করেছে বাংলাদেশ থেকে সার্ভে সাইট গুলোতে কাজ করতে দেয় না ৷ এজন্য ইউ এস এ এর আইপি লাগে ৷ ইউএসএ এর আইপি কিনতে লাগে ৷
Related Posts
কিভাবে আইপি এড্রেস চেঞ্জ করব?
আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করতে হবে ৷ অর্থাৎ আপনাকে সার্ভে কাজ করার জন্য সব সময় ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করতে হবে ৷ কিন্তু যারা ক্রোম ব্রাউজার কম্পিউটারে ব্যবহার করেন তারা আইপি এক্সচেঞ্জার এর মাধ্যমে আইপি চেঞ্জ করতে পারবেন ৷ আইপি চেঞ্জ করার নিয়ে আমার ইতিমধ্যে একটি পোস্ট করেছি ৷ যায় লিংক নিচে দেওয়া হল ৷ আপনারা চাইলে আইপি কিভাবে চেঞ্জ করে সেটা দেখে আসতে পারেন ৷
IP Address বা Proxy এর দাম কত ও IP Address কোথা থেকে কিনবে?
বাংলাদেশে আইপি অ্যাড্রেস বা প্রক্সির দাম বিভিন্ন রকম ৷ আইপি অ্যাড্রেস মূলত ইউটিউবাররা বিক্রি করে থাকে এবং ফেসবুকে অনেক গ্রুপে আইপি অ্যাড্রেস সেল করে ৷ আপনারা আইপি অ্যাড্রেস তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ৷
আইপি অ্যাড্রেস মূলত দুই প্রকার:
1.HTTP
2. SOCKS 5
HTTP আইপি এর দাম 800 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে ৷
HTTP এর তুলনায় socks5 তুলনামূলক দাম বেশি ৷ কিন্তু HTTP এর তুলনায় অনেক ভালো কাজ করে ৷ সার্ভে কাজের জন্য আমি সব সময় socks5 রিকমেন্ড করি ৷ কারণ socks5 দিয়ে খুব ভালো কাজ হয়ে থাকে৷ এবং সার্ভে একাউন্ট খুব কম ব্যান হয় ৷ কিন্তু আপনারা চাইলে HTTP আইপি ব্যবহার করতে পারেন ৷ উভয় প্রকার আইপি দিয়ে সার্ভে কাজ করতে পারবেন অনায়েসে ৷
socks5 আইপিএল দাম তুলনামূলক বেশি ৷ এর মূল্য 1500 থেকে 4000 টাকা পর্যন্ত হয়ে থাকে ৷
আইপিএল দাম সব সময় নির্ভর করে আপনি কোথা থেকে বা কার কাছ থেকে নিচ্ছেন ৷ আর অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি আইপি নিতে পারবেন ৷ আমি এরকম কয়েকটি সাইটের নাম নিচে উল্লেখ করেছি যেগুলো আমি পার্সোনালি ব্যবহার করি ৷
সার্ভে থেকে ইনকাম করার সবথেকে সেরা ওয়েবসাইট
আমাদের আইপি অ্যাড্রেস সেট করা হয়ে গেলে করণীয় হচ্ছে সবথেকে ভাল একটি সাইট চয়েজ করা ৷ কারণ আপনি যদি ভাল কোন সাইটে কাজ না করেন ৷ তাহলে আপনার ইনকাম কম হবে ৷ আমি আমার এক্সপেরিয়েন্স এর সাথে কয়েকটি ভালো ভালো সার্ভে কাজের জন্য ওয়েবসাইট বলেছি ৷ চলুন তাহলে বিস্তারিতভাবে সাইটগুলো সম্পর্কে জেনে নেই ৷
1. Swagbucks
বিশ্বের সবথেকে জনপ্রিয় সার্ভে সাইটের নাম হল Swagbucks ৷ এখানে প্রতিটি সার্ভে 10 মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত হয়ে থাকে ৷ এবং প্রতিটি সার্ভের জন্য 0.25 ডলার থেকে শুরু করে 10 ডলার পর্যন্ত হয়ে থাকে ৷ আপনি 5 ডলার ইনকাম করার সাথে সাথে একাউন্ট ভেরিফাই করে উইথড্র করতে পারবেন ৷ আপনি চাইলে 10-20-30 ইত্যাদি পেমেন্ট পেতে পারেন ৷ এটি আপনার একান্ত ইচ্ছা ৷ এখানে অনেক ধরনের গিফট কার্ড,পেপাল ইত্যাদির মাধ্যমে উইড্রো করতে পারবেন ৷ তারা 12 ঘণ্টার মধ্যে আপনাকে আপনার উইথড্র দিয়ে দিবে ৷ আমি আগেই উল্লেখ করেছি যে বাংলাদেশ থেকে সার্ভে করা যায় না ৷ Swagbucks সাইটে কাজ করতে হলে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া ,কানাডা ইত্যাদির আইপি দিয়ে কাজ করতে হবে ৷ আপনারা চাইলে একদিনে যত ইচ্ছা তত ইনকাম করতে পারবেন ৷ কারণ এখানে কাজের অভাব নেই ৷ আপনারা এই সাইটে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করতে পারবেন ৷
Go To Swagbucks
2. Survey Junkie
যারা সার্ভে করে ইনকাম করতে চান আমার বিশ্বাস তারা সবাই এই সাইট সম্পর্কে জানেন ৷ আপনি যদি নতুন হয় আর আমাকে জিজ্ঞেস করেন সবথেকে জনপ্রিয় এবং কাজ করতে ভালো হবে এরকম সাইট কোনটি ? তাহলে আমি অবশ্যই আপনাকে Survey Junkie কে রিকমেন্ড করব ৷ এখানে নতুন সহ যারা এক্সপার্ট রয়েছে তাদের পছন্দের সাইট হল Survey Junkie ৷ এখানে এক মিনিট থেকে শুরু করে এক ঘন্টা পর্যন্ত পর্যন্ত কাজ রয়েছে ৷ যার মূল্য 0.15 ডলার থেকে শুরু করে 5 ডলার পর্যন্ত কাজ রয়েছে ৷ আপনি এখানে 5 ডলার হলেই উইথড্র করতে পারবেন ৷ অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনি এখানে ব্যাংক একাউন্ট ,পেপাল ,গিফট কার্ড ইত্যাদি মাধ্যমে উইথড্র করতে পারবেন ৷ তারা দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনাকে উইথড্র দিয়ে দিবে ৷ আমাকে Survey Junkie যে দিকটি সবথেকে ভালো লাগে সেটি হল, আপনি কোন কারনে সার্ভে টি সমাপ্ত করতে না পারেন ৷ তাহলে আপনি যতক্ষণ কাজ করেছেন ,তার জন্য আপনাকে উপযুক্ত মূল্য দিবে ৷
অনেকজন আমাকে প্রশ্ন করে ৷ গিফট কার্ড কিভাবে এনেবেল করব Survey Junkie তে? এখানে বলে রাখা ভালো কম্পিউটার দিয়ে গিফট কার্ড এনাবল করা যায় না ৷ এজন্য আপনাকে মোবাইল অ্যাপের মাধ্যমে সাইনআপ করে প্রথমে একাউন্ট ভেরিফাই করে উইথড্র করলে ৷ পরবর্তী তে আপনি কম্পিউটারের লগইন করে ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে গিফট কার্ড অ্যাক্টিভ থাকবে ৷ আর যারা মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করছেন তারা অবশ্যই কোন সমস্যা হয় না ৷ গিফট কার্ড এনেবেল হয়ে যাবে ৷
3. Branded Surveys
সার্ভে জগতে আরেকটি জনপ্রিয় সাইট হল ব্র্যান্ডেড সার্ভে৷ যখন কাজ করি তখন লক্ষ্য করেছি ব্র্যান্ডেড সার্ভের সমস্ত সার্ভে বড় বড় কোম্পানির অর্থাৎ তাদের সাইটের মত তাদের সার্ভে গুলো ব্র্যান্ডেড এর মত ৷ এখানে প্রত্যেকটি সার্ভে কমপক্ষে পাঁচ মিনিটের ঊর্ধ্বে এবং প্রত্যেক সার্ভের জন্য 0.5 ডলার থেকে শুরু করে 15 ডলার পর্যন্ত হয়ে থাকে ৷ এখানে সর্বনিম্ন পাঁচ ডলার হলেই উইথড্র দেওয়া যায় ৷ তার পূর্বে আপনাকে একাউন্ট ভেরিফাই করতে হবে ৷ অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনি পেপাল একাউন্ট, ব্যাংক একাউন্ট, গিফট কার্ড সহ আর অনেকভাবে উইথড্রো দিতে পারবেন ৷ তারা 12 ঘণ্টার মধ্যেই আপনার পেমেন্ট দিয়ে দিবে ৷
4. My Points
2019 সালের পূর্বে সবথেকে বিশ্বের জনপ্রিয় সার্ভে সাইটের মধ্যে মাই পয়েন্ট সবথেকে জনপ্রিয় ছিল ৷ কিন্তু পরবর্তীতে তারা অনেক ফেক আইডি একাউন্ট কে ব্যান্ড করে দেয় ৷ তাতে তাদের অল্প জনপ্রিয়তা হ্রাস পায়৷ কিন্তু অন্যান্য সাইটের তুলনায় এখানে ভালো ইনকাম করা যায় ৷ আর এটাই ঠিক অন্যান্য সাইটের মতন এটি একটি খুব জনপ্রিয় সাইট ৷ আপনি চাইলে এখানে 5 থেকে এক ঘন্টা পর্যন্ত কাজ রয়েছে ৷ আর প্রত্যেকটি সার্ভের জন্য 0.25 থেকে শুরু করে 3 ডলার পর্যন্ত পেমেন্ট করে থাকে ৷ আপনি 5 ডলার হলেই একাউন্ট ভেরিফাই মাধ্যমে গিফট কার্ড ,ব্যাংক একাউন্ট ,পেপাল একাউন্টে উইথড্রো দিতে পারবেন ৷ তারা একদিনের মধ্যেই আপনার পেমেন্ট দিয়ে দিবে ৷
5. Inbox Dollars
ইনবক্স ডলার আরেকটি অন্যতম জনপ্রিয় সার্ভে সাইট ৷ এখানে আপনি দৈনিক 50 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ৷ এখানে সাইন আপ করার সাথে সাথেই 5 ডলার গিফট পাবেন ৷ এখানে আপনি রেফার এর মাধ্যমে ইনকাম করতে পারবেন ৷ রেফার করে আপনি কোন ব্যক্তি যে পরিমান ইনকাম করবে তা 30% আপনাকে বোনাস দেওয়া হবে ৷ প্রত্যেক সার্ভে তিন মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত হয়ে থাকে ৷ এখানে প্রত্যেক সার্ভে 0.5 ডলার থেকে শুরু করে 15 ডলার পর্যন্ত কাজ করতে পারবেন ৷ এজন্য ইনকামের দিক থেকে সাইট অনন্য এই সাইটের সর্বনিম্ন 30 ডলার ৷ আপনি 30 ডলার করার পর একাউন্ট ভেরিফাই করে পেপাল ব্যাংক একাউন্ট গিফট কার্ড এর মাধ্যমে উইথড্র করতে পারবেন ৷ এখানে সব সময় অনেক কাজ থাকে ৷ এটি একটি অত্যন্ত ভালো মানের সার্ভে সাইট ৷
6. Pinecone Research
এই সাইট সবার কাছে খুব জনপ্রিয় না হলেও খুব ভালো মানের ইনকাম করা যায়৷ এখানে রেফার এর মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে আপনি একাউন্ট সহজ ব্যান্ড হবে না ৷ এবং আপনারা এখানে 30 ডলার পর্যন্ত কাজ পাবেন ৷ এই সাইটে দুই ধরনের মেম্বারশিপ রয়েছে একটি হল ফ্রী মেম্বারশিপ আরেটি হল পেইড মেম্বারশিপ ৷ আপনারা ফ্রী মেম্বারশিপ দিয়ে কাজ করার চেষ্টা করবেন কারণ এই সাইটে তুলনামূলক কম সার্ভে থাকে ৷ এখানে 30 ডলার হলেই ব্যাংক একাউন্ট ,পেপাল ,গিফট কার্ড এর মাধ্যমে উইথড্রো দিতে পারবেন ৷
7. Toluna
তুলনা হল সবথেকে জনপ্রিয় সাইট গুলোর অন্যতম ৷ আমি পার্সোনালি খুব পছন্দ করি কারন এখানে প্রত্যেকটি সার্ভের জন্যে কম সময়ে খুব বেশি পরিমাণে ইনকাম করা যায় ৷ আর এটি জনপ্রিয় হওয়ার একটি কারণ হলো এখানে কোন ফোন নাম্বার ভেরিফাই করতে লাগে না ৷ আপনারা প্রতিদিন চোখ বন্ধ করে 15 ডলারের বেশি ইনকাম করতে পারবেন ৷ এখানে গিফট কার্ড ,পেপাল, ব্যাংক একাউন্ট এর মাধ্যমে উইথড্রো দিতে পারবেন ৷
8 . Opinion Outpost
অপিনিয়ন আউটপোস্ট হল আরেকটি খুব ভালো মানের সাইট ৷ এখানে খুব ভালো কাজ পাওয়া যায় ৷লএখানে 10 মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত কাজ পাওয়া যায় ৷ প্রত্যেকটি সার্ভের জন্য 0.25 ডলার থেকে শুরু করে 10 ডলার পর্যন্ত ইনকাম করা যায় ৷ আপনারা 10 ডলার হলেই উইথড্রো দিতে পারবেন ৷
9. PrizeRebel
প্রাইস রেবেল হল অন্যতম একটি জনপ্রিয় সাইট ৷ এই সাইটটির দুটো জিনিস আমাকে খুব ভালো লাগে একটি হল কোন নাম্বার ভেরিফাই করতে লাগে না এবং আরেকটি হলো বিটকয়েনের মাধ্যমে আপনি উইথড্রো দিতে পারবেন ৷ ইউএস এর ব্যাংক একাউন্ট কিংবা ভেরিফাই পেপাল একাউন্ট এর প্রয়োজন হয় না ৷ এখানে এক মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত সার্ভে করতে পারবেন৷ প্রত্যেকটি সার্ভের জন্য খুব ভালো মানের না হলেও 0.10 থেকে শুরু করে 2 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ৷
10. Dollarclix Survey
Dollarclix Survey এই সাইটে ডিপিএস ব্যবহার করে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ৷ এই সাইটে আইপি ব্যবহার করে কাজ করার যায় না ৷ কারন তারা খুব সহজেই আইপি ধরে ফেলতে পারে৷ এজন্য ডিপিএস ব্যবহার করে খুব ভালো ইনকাম করতে পারবেন ৷ এখানে প্রত্যেকটি সার্ভের জন্য কমপক্ষে 0.75 থেকে শুরু করে 15 ডলার এর কাজ পাবেন ৷
এই 10 টি ছিল বিশ্বের সবথেকে জনপ্রিয় ও টপ রেটেড ওয়েবসাইট ৷ আরেকটি কথা যে আপনাকে ডলারগুলো পয়েন্ট আকারে দিবে পরে ডলার আকারে রিডিম করতে হবে ৷ কমবেশি সব সাইটেই 100 পয়েন্টে 1 ডলার ৷ সার্ভে করার পূর্বে অবশ্যই আইপি চেক করে নিবেন ৷ আমি বারবার বলছি বাংলাদেশের আইপি দিয়ে সার্ভের কাজ করা যায়না একাউন্ট ব্যান হয়ে যাবে ৷
আপনি কোন সার্ভে সাইট কাজ করতে হলে প্রথমেই তার রিভিউ দেখে নিবেন৷ কারণ সবগুলো সাইট ট্রাস্টেড নয় ৷ আপনারা চেষ্টা করবেন এখানে দেওয়া দশটি সাইটের মধ্যে যে কোন একটিতে ভালো হবে কাজ করতে ৷ সবগুলোতে কাজ না করে যেকোনো একটিতে ভালোভাবে কাজ করলে ভালো ফলাফল পেতে পারেন ৷
কিভাবে আইপি চেক করব ?
আইপি চেক করার অনেক উপায় রয়েছে এজন্য আপনারা সবথেকে জনপ্রিয় সাইটটি ব্যবহার করতে পারেন যার নাম Whoer. এই সাইটে আপনার আইপি সমস্ত তথ্য পেয়ে যাবেন ৷ মনে রাখবেন , ওইখানে একটি নাম্বার দেখাবে সব সময় চেষ্টা করবেন সিটি 100% রাখার ৷
বাংলাদেশ থেকে কেমন ইনকাম করা যায়?
সার্ভে মূলত উন্নত দেশের কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের প্রতিক্রিয়ার জন্য দিয়ে থাকে৷ আমি প্রথমে বলেছি যে, বাংলাদেশ কোনো ভালোমানের সার্ভে কাজ নেই ৷ কিন্তু আপনি যদি ভাল মানের একটি আইপি নিয়ে কাজ করেন তাহলে আপনি ইউএসএ এর দেশের মানুষেরা যে কাজ বা সার্ভেতে অংশগ্রহণ করতে পারবে ৷ ঠিক আপনিও সেই কাজ করতে পারবেন ৷ কিন্তু আইপি ভালো করে দেখে নিবেন সব সময় চেষ্টা করবেন ৷ একটু বেশি দাম হলেও ভালোভাবে ব্যবহার করতে ৷ ধরে নেন, আপনি একটি সাইটে কোন একাউন্টে 50 ডলার করেছেন কিন্তু আপনার আইপির কারণে একাউন্টে ব্যান্ড হয়ে গেল তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে ৷ এজন্য একজন ভালো মানের আইপি প্রোভাইডারের সাথে যোগাযোগ রাখবেন ৷ বাংলাদেশ আইপি দাম উপরের উল্লেখ করেছি ভালো করে দেখে নিতে পারেন ৷
Read More
Top 10 Canadian High Paying Survey Sites Top 8 Survey Sites That Pay For Disqualification
ভিপিএন দিয়ে কি সার্ভে কাজ করা যায়?
আপনার মনে মনে প্রশ্ন আসতে পারে যে, আমি ভিপিএন ব্যবহার করে সার্ভে কাজ করতে পারবো কি?
অবশ্যই না ৷ কারণ প্রত্যেকটি ভিপিএন সাইটগুলোর নজরে থাকে ৷ এবং ভিপিএন এর আইপি এমন ভাবে প্রোগ্রাম করা থাকে যার ফলে সাইট গুলো আমাদের আসল আইপি ধরতে পারে ৷ কিন্তু আপনি আইপি দিয়ে কাজ করলে ব্রাউজার তার কভার করে, যার ফলে সাইট গুলো ধরা যায়না ৷
সার্ভে সাইটগুলোতে কিভাবে পেমেন্ট দেয় ?
উপরে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে যে কোন সাইটে কিভাবে পেমেন্ট নিতে পারবেন ৷ তবুও আপনাদের সুবিধার্থে আরেকবার বলছি যে সমস্ত সাইটে একটি কমন গেটওয়ে রয়েছে যেটি হল গিফট কার্ড ,ব্যাংক ট্রান্সফর ,এবং পেপাল একাউন্ট উইথড্র করতে পারবেন ৷ কিন্তু কিছু ব্যতিক্রমী সাইট রয়েছে যেগুলো দিয়ে বিটকয়েনে উইথড্রো দিতে পারবেন যেমন, প্রাইস রেবেল ৷
বাংলাদেশ থেকে করতে কি সমস্যা হয়?
বাংলাদেশের যেহেতু পেপাল এলাও না ৷ এ জন্য আমাদের জন্য পেপাল-এ উইথড্র করা খুব কঠিন৷ অবশ্য আইনত দণ্ডনীয় অপরাধ ৷তবুও আপনি চাইলে পেপাল একাউন্ট করে উইথড্রো দিতে পারো ৷ আবার বাংলাদেশের ইউ এস এ এর একাউন্ট অর্থাৎ ব্যাংক একাউন্ট খোলা সম্পূর্ণ নিষিদ্ধ এবং খোলা গেল অনেক সময় হঠাৎ অফ হয়ে যায় ৷ এবং একটি বড় সমস্যা হল প্রতিমাসে ব্যাংক একাউন্টে ফি দিতে হয় ৷
সার্ভে করতে কি কি অসুবিধা হয়
বাংলাদেশ থেকে অনেক অসুবিধা হয়ে থাকে যা আমি নিচে উল্লেখ করতেছি:
1. আইপি কাজ করে না এজন্য অতিরিক্ত টাকা দিয়ে আইপি কিনতে লাগে
2. নাম্বার ভেরিফাই করার জন্য অতিরিক্ত 150 টাকা দিয়ে ভেরিফাই করতে হয়
3. ইউ এস এর রিয়েল অ্যাড্রেস সব সময় ব্যবহার করতে হয়
4. ইউ এস এ তে ব্যাংক একাউন্ট খোলা খুব কঠিন এজন্য অতিরিক্ত টাকা দিতে হয় এস এস এন এর জন্য
5. হাতে টাকা আসতে খুব কঠিন হয়
বাংলাদেশ সাপোর্টেড সেরা পাঁচটি সার্ভে সাইট
1. Ysense.com
2. Paidviewpoints.com
3. Viewpointpanel.com
4. Neobux.com
5. Triaba.com
FAQs অর্থাৎ সার্ভে প্রশ্ন উত্তর
Is ysense available in Bangladesh?
বাংলাদেশের ysense সামনের সাইট থেকে ইনকাম করা যায় এবং বাংলাদেশ কে এটি সাপোর্ট করে ৷
Toluna সার্ভে সাইট কি বাংলাদেশে কাজ করে
তুলনা সার্ভে সাইট বাংলাদেশ কে সাপোর্ট করে কিন্তু সার্ভে থাকে কিন্তু খুব কম পরিমাণে সার্ভে থাকে ৷
সার্ভে কত প্রকার?
সার্ভে মূলত দুই প্রকার ৷ একটি হল সাধারণ সার্ভে আপনি যদি ইউটিউব,ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে অনেক সময় তারা আপনার প্রতিক্রিয়া জানতে চায় সেটাই হলো সাধারণ সার্ভে যার ফলে আপনি ইনকাম পাবেন না কিন্তু তারা তাদের রিভিউ পেয়ে যাবে ৷ আরেকটি হলো পেইড সার্ভে পেইড সার্ভে করে ইনকাম করা যায় মূলত আমরা পেইড সার্ভে করে ইনকাম ৷
উপসংহার
এই পোস্টে আমি আমার জ্ঞান-দক্ষতা অনুযায়ী সকল প্রকার তথ্য দেওয়ার চেষ্টা করেছি ৷ তবুও যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে আমাকে জানিয়ে দিতে পারেন ৷ এবং কোন প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট এ জানিয়ে দিন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব ৷ এবং পরবর্তীতে কি ধরনের আর্টিকেল চাচ্ছেন তা জানালে ভালো লাগবে ৷
Read More
Top 10 Canadian High Paying Survey Sites Top 8 Survey Sites That Pay For Disqualification