দিনে দিনে বাংলাদেশের ড্রোনের চাহিদা বিশাল আকার ধারণ করছে ৷ কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ ড্রোনের মূল্য সম্পর্কে অবহিত নয়৷
আজকের এই পোস্টে আমরা বাংলাদেশের 10 হাজার টাকার নিচে সেরা 8টি ড্রোন নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশে ড্রোন আইন সম্পর্কে জানব ৷তাছাড়া বাংলাদেশে কোথায় ড্রোন পাওয়া যায় সে সম্পর্কেও জানব৷
Table of Contents
ড্রোন ক্যামেরা কি?
ড্রোন হলো একটি মানববিহীন বিমান যেখানে কোন ব্যক্তি কিংবা কোনো প্রকার ক্রু ছাড়াই আকাশে উড়ানো যায়৷ এটি মূলত রিমোট কন্ট্রোলার এর মাধ্যমে কন্ট্রোল করা যায়৷ বর্তমানে বাংলাদেশের ড্রোনের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে৷ বিশেষ করে নানা ধরনের ছবি তোলার কাজে, ভিডিও তোলার কাজে ব্যবহার করা হচ্ছে৷ তাছাড়া নানা ধরনের জরিপ মূলক কাজে ব্যবহার করা হয়৷ কিন্তু বর্তমানে সবথেকে কৃষিকাজে ধরনের চাহিদা বিপুল আকার ধারণ করছে বিশেষ করে কীটনাশক ছিটানোর কাজে৷ মানুষ করতে পারে না অথবা যেতে পারে না এমন জায়গাতেও ড্রোন ব্যবহার করা হচ্ছে ৷
Related Posts
ড্রোন ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ
নিচে বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় এবং ভালো মানের ড্রোনের নাম মূল্যসহ দেওয়া হল
1. Sihuandar RS-535 Mini Foldable Pocket Drone
Sihuandar RS-535 Mini Foldable Pocket Drone একটি মিনি সাইজের ক্যামেরা রয়েছেন এবং এই ড্রোনটিকে প্রয়োজন অনুসারে ভাঁজ করা যায়৷ ওয়াইফাই এর সাহায্যে ড্রোনটি কে কন্ট্রোল করে অসাধারণ ভিডিও কিংবা ছবি ধারণ করতে পারবেন৷ এটি 30 মিনিট পর্যন্ত উড়তে পারে তাছাড়া বর্তমানে এই ড্রোনটি ভালো ভিডিও তুলতে সক্ষম৷ নিচে বৈশিষ্ট্য গুলো দেওয়া হল:
Price: ৩,৫৫০ টাকা
Feature
- Video: 480P Video Resolution
- Flight Time: 10-15 Minute
- Charging Time: 30-40 Minute
- Battery: 300 mAh
- Top Speed: 50 Km/h
- Control Distance: 50 meter
- Waterproof: No
- Remote Control: Yes
- Sensors: Gyroscope
- Drone Weight: 0.15Kg
- Other Features: Speed Control, WiFi FPV Camera, Gesture Take Photos / Videos, APP Control, Wi-Fi Connection
2. Phantom D6HW 6 Channel Remote Control Drone
Phantom D6HW 6 Channel Remote Control Drone ড্রোনটি অল্প মূল্যের মধ্যে সেরা একটি ড্রোন৷ এটি মোবাইল ফোন কিংবা অ্যাপল ফোন দিয়ে কন্ট্রোল করা যায়৷ তাছাড়া ভালো মানের ভিডিও এবং ছবি ধারণ করার জন্য উপযুক্ত তাছাড়া আপনি নানা ধরনের ফিচার পাবেন এই ড্রোনটিতে৷ নিচে বিস্তারিত দেওয়া হল:
Price: ৫,৫০০ টাকা
Feature
- Video: 1080p Resolution
- Flight Time: 15-20 Minute
- Charging Time: 60 Minute
- Battery: 2000mAh
- Top Speed: 50Km / Hour
- Control Distance: 500 Meter
- Waterproof: No
- Remote Control: Yes
- Sensors: 6 Axis Gyro Sensors
- Drone Weight: 580g
- Other Features: Folding, Follow me, App Control, Trajectory Flight, Speed Regulation, VR Experience
3. G2 3D Rolling Headless WIFI 4K Camera Drone
G2 3D Rolling Headless WIFI 4K Camera Drone মডেলের ড্রোনটিতে আপনি 4K যুক্ত ক্যামেরা পাবেন ৷ তাছাড়া আরো অন্যান্য অনেক ধরনের ক্যামেরা ফিচার পাবেন ৷এটি আপনি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে কন্ট্রোল করতে পারবেন ৷তাছাড়া অল্প মূল্য বাজেটের মধ্যেই এটি একটি অন্যতম সেরা ড্রোন৷ বাংলাদেশের এই ধরনের অনেক চাহিদা রয়েছে৷ নিচে কিছু ফিচার দেওয়া হল;
Price: ৮,৫০০ টাকা
Feature
- Video: 4K, 1080p
- Flight Time: 20 Minute
- Charging Time: 120 Minute
- Battery: 2000mAh
- Control Distance: 100-120 Meter
- Remote Control: Yes
- Other Features: Face Recognition and Landing, High-Definition Aerial Photography, Sir Pressure High Set, Real-Time Image Upload
4. K3 Wi-Fi Drone with 4K Dual Camera
K3 Wi-Fi Drone with 4K Dual Camera ড্রোনটি মূলত ফটোগ্রাফারদের জন্য যারা ফটো তুলতে পছন্দ করেন কিংবা ভিডিও করতে৷ তাদের জন্য এই ড্রোনটি সবথেকে ভালো ৷ 4k ডুয়েল ক্যামেরা থাকায় আপনি অসাধারণ ছবি তুলতে পারবেন ৷ নিচে এর ফিচারগুলো দেওয়া হল;
Price: ৪,৯৯০ টাকা
Feature
- Video: 4K HD Dual Camera
- Flight Time: 15-20 Minute
- Charging Time: 60 Minute
- Battery: 2 x 1850mAh Batteries
- Top Speed: 13 Km
- Control Distance: 500 Meter+
- Waterproof: No
- Remote Control: Yes
- Sensors: Gyroscope
- Drone Weight: 390g
- Other Features: Gesture for Taking Photos / Videos, APP Control
5. E88 Pro 4K HD Drone with Dual Camera
বাংলাদেশ সবথেকে জনপ্রিয় ড্রোন এর মধ্যে অন্যতম একটি ৷ E88 Pro 4K HD Drone with Dual Camera মডেল এর হওয়ায় আপনি অসাধারণ অনুভূতি অর্জন করতে পারবেন৷ এখানে 4K ক্যামেরা থাকায় আপনার ফটোগ্রাফি কিংবা ভিডিও ধারণ ক্ষমতা আরও উন্নত করবে৷ সবথেকে মজার বিষয় হলো আপনির লাইভ ভিডিও করতে পারবেন৷ নিচের ফিচার গুলো দেওয়া হল;
Price: ৫,৩০০ টাকা
Feature
- Video: 4K HD Dual Camera
- Flight Time: 15 Minute
- Charging Time: 100 Minute
- Battery: 1800mAh
- Control Distance: 80-100 Meters
- Remote Control: Yes
- Sensors: 6-Axis-Gyro
- Drone Weight: 350g
- Other Features: Fly Both Indoor and Outdoor, 1600W Video Image Quality, Fast/middle/ slow speed
6. DJ1 Wi-Fi FPV Camera Portable Drone
DJ1 হল বিশ্বের সবথেকে জনপ্রিয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান৷ তাছাড়া FPV মডেলের হাওয়ায় আপনারা অসাধারণ ভিডিও এবং ছবি ধারণ করতে পারবেন এবং ওয়াইফাই এর মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন৷ নিচের কিছু বৈশিষ্ট্য দেওয়া হল;
Price: ৪,৫০০ টাকা
Feature
- Video: 1080P HD Video
- Flight Time: 10 - 12 Minutes
- Charging Time: 30 - 40 Minutes
- Battery: 3 x 1.5 Battery
- Control Distance: 500m
- Remote Control: Yes
- Other Features: APP Supported, Foldable Arms, Small Size, Easy to Carry
7. S89 Dual 4K Camera WIFI Drone
S89 Dual 4K Camera WIFI ড্রোনটিতে একটি 4K ডুয়েল ক্যামেরা আপনাকে অসাধারণ HD ফটো এবং ভিডিওর জন্য অসাধারণ ফিচার প্রদান করবে৷ এখানে আপনি ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন৷ এর কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া হল;
Price: ৫৫০০ টাকা
Feature
- Video: 4K Dual Camera
- Flight Time: 12 Minute
- Charging Time: 60 Minute
- Battery: 3700mAh
- Top Speed: 10 Km
- Control Distance: 500 Meter+
- Waterproof: No
- Remote Control: Yes
- Sensors: Gyroscope 6 & Gravity
- Drone Weight: 434g
- Other Features: APP Control, 1 x Remote Control Transmitter
8. JJRC 6-Channel 4K HD Aerial Photography Drone
JJRC 6-Channel 4K HD Aerial Photography ড্রোনটি 15 মিনিট পর্যন্ত উড়তে সক্ষম কিন্তু 500 মিটার রেঞ্জের যার মধ্যে আপনি কন্ট্রোল করতে পারবেন৷ তাছাড়া এখানে বিশেষ সেন্সর থাকায় আপনি ইমারজেন্সি ল্যান্ডিং করতে পারবেন এবং 4K ডুয়েল ক্যামেরা থাকায় অসাধারণ ভিডিও এবং ছবি ধারণ করতে পারবেন৷ নিচের কিছু বৈশিষ্ট্য দেওয়া হল;
Price: ৭,০০০ টাকা
Feature
- Video: 4K HD
- Flight Time: 12-14 Minutes
- Charging Time: 1-2 Hours
- Battery: 1600mAh
- Top Speed: 13 Km
- Control Distance: 500M
- Waterproof: No
- Sensors: Gyroscope
- Drone Weight: 0.58Kg
- Other Features: Folding, One Key Return, Follow Me, App Control, Trajectory Flight, Speed Regulation, VR Experience
বাংলাদেশে ড্রোন আইন
বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও ড্রোন আইন রয়েছে৷ আপনি যদি ড্রোন চালাতে চান তাহলে আপনাকে পূর্বে অনুমতি লাগবে৷ এই ধরনের অনুমতি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অর্থাৎ ক্যাবের কাছ থেকে অনুমতি নিতে হবে তারপরেই আপনি ড্রোন ব্যবহার করতে পারবেন৷
অনুমতির জন্য যেসব কাগজপত্র লাগবে;
- আবেদনকারীর নিজস্ব তথ্য
- ড্রোন' ওড়ানোর উদ্দেশ্য
- কোথায় এবং কখন ওড়াবেন
- কোন স্থানে ড্রোনটা অবস্থান করবে
- ড্রোন বীমা সম্পর্কে সকল তথ্য
- ড্রোনের ওজন এবং বৈশিষ্ট্য সমূহ
Read More
Vivo Drone Camera Phone Price in 2022
10 Cheapest Price Smartphones In Bangladesh
Drone Camera Price in Bangladesh
তবে আপনি যদি 250 গ্রাম এর বেশি ওজনের ড্রোন করাতে চান তাহলে আপনাকে বিশেষ কয়েকটি অনুমতি লাগবে৷ মনে রাখবেন অবশ্যই ড্রোন উড়ানোর পূর্বে আপনাকে আইনগুলো নিশ্চিত করে উড়াতে হবে৷ না হলে পরবর্তীতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে৷
- ব্যবহারকারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে
- ড্রোন উড়ানোর চার ঘণ্টার মধ্যে কোন অ্যালকোহল গ্রহণ করা যাবে না
- ক্যাবের অনুমতির পরেই ড্রোন উড়াতে পারবেন সে ক্ষেত্রে বীমা এবং অনুমোদন থাকতে হবে
- সব সময় ড্রোন উড়ানোর সঙ্গে সঙ্গে একটি অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে
- 60 মিটার এর মধ্যে ড্রোন উড়াতে হবে
- কোন সংবেদনশিল স্থানে উড়ানো যাবে না যেমন সামরিক ঘাঁটি, সরকারি অফিস কিংবা ব্যক্তিগত কোন স্থানে
- বিমানবন্দর থেকে কমপক্ষে 15 কিলোমিটার দূরে উড়াতে হবে
- বিল্ড আপ এলাকায় 9 কিলোমিটারের মধ্যে ড্রোন ব্যবহার করবেন না
- ভবন এবং যানবাহন থেকে কমপক্ষে 300 মিটার দূরে ব্যবহার করতে হবে
বাংলাদেশের কোথায় ড্রোন পাওয়া যায়
বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ স্থান এবং ড্রোন পাওয়া যায়৷ কিন্তু আপনি যদি ভাল অর্থাৎ উপরের ড্রোনগুলো ক্রয় করতে চান তাহলে আপনি বসুন্ধরা সিটি কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, আইডিবি থেকে শুরু করে বড় বড় শপিং মল এবং হাইটেক পার্ক গুলো থেকে ক্রয় করতে পারবেন। আর এখন ড্রোন কিনতে নানা ধরনের ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ক্রয় করতে পারবেন৷ এরকম হাজারো সাইট পাবেন তাছাড়া দারাজ এবং বিডিস্টল থেকেও ক্রয় করতে পারবেন ৷
ড্রোন তৈরির প্রধান উপাদান কি
একটি ড্রোন তৈরি করতে প্রধান উপাদান গুলো লাগে সেগুলো হলো;
- একটি ড্রোন
- ব্যাটারি
- Controller
- চার্জিং এর জন্য extension cable
- Charging Dock
- USB Charging Cable
- FPV Camera
- FPV Power extension cable.
- FPV receivers
- Antenna
- OTG cable
ড্রোন তৈরির উপকরণ কোথায় পাওয়া যায়
ড্রোন তৈরি উপকরণ গুলো মূলত বাজারে নানা ধরনের ইলেকট্রনিক্স দোকান গুলোতে পাওয়া যায়৷ কিন্তু ঢাকার বাইকে কিংবা শহর অঞ্চলের বাইরে এগুলো পাওয়া একটু কষ্টকর হতে পারে৷ এর জন্য আপনারা আলীএক্সপ্রেস থেকে অর্ডার দিতে পারেন৷
150 টাকার ড্রোন ও 1000 টাকার ড্রোন
বলে রাখা ভালো বাংলাদেশে 150 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত কোন ড্রোন ক্যামেরা পাবেন না৷ কিন্তু নানা ধরনের খেলনা ড্রোন পাবেন বাচ্চাদের জন্য ৷বাংলাদেশের সর্বনিম্ন ড্রোন রয়েছে অর্থাৎ X13 6-CH 2.4 GHz Mini Quadcopter ড্রোনের মূল্য 2200 টাকা৷ যা খুব অল্প ফিচার রয়েছে এবং 10 মিনিট এর কম সময় উড়তে সক্ষম৷ এটি বাংলাদেশের সর্বনিম্ন মুল্য আর সবথেকে দামি ড্রোনগুলো বাংলাদেশে পাওয়া যায় না DJI ড্রোন গুলোর দাম সবথেকে বেশি হয়৷
উপসংহার
বাংলাদেশ দিনে দিনে ড্রোনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে৷ বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে৷ সে ক্ষেত্রে ভালো মানের ড্রোন ক্রয় করতে হলে আপনাকে অবশ্যই ভালো টাকা রাখতে হবে৷ আজকের এই পোস্টে আমরা এরকম কয়েকটি সম্পর্কে বিস্তারিত জানলাম এর মূল্য সম্পর্কেও অবহিত হলাম এবং আনুষঙ্গিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি৷ তবুও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারেন ৷ আসসালামু আলাইকুম৷
Read More
Vivo Drone Camera Phone Price in 2022